স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে গঠিত স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে এ সভা হয়। ডায়াবেটিক সমিতির জনসংযোগ কর্মকর্তা মীর সারোয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান ডা. এ কে আজাদ খান। বৈঠকে কমিশন কীভাবে কাজ করবে, কোন কোন ক্ষেত্রে কাজ করবে, কাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে এবং পরামর্শ নেবে সেসব নিয়ে আলোচনা করে। সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিবেদন উপস্থাপনের লক্ষ্যে কমিশন কাজ করবে বলে সভায় জানানো হয়। তবে, সরকারের তরফ থেকে কমিশনের জন্য নির্ধারিত অফিসসহ অন্যান্য সুবিধা দিলে কমিশনের কাজের গতি বাড়বে এবং কমিশনের দায়িত্ব পালন সহজ হবে বলে সদস্যদের অনেকে মনে করেন। বৈঠকে কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিশনের এক সদস্য বলেন, আজ (সোমবার) ছিল কমিশনের প্রথম সভা, যা ছিল অনেকটা অনানুষ্ঠানিক। কারণ মন্ত্রণালয় থেকে অফিস, সাচিবিক সহায়তাসহ অন্যান্য সুবিধা দেওয়ার কথা আছে। সেগুলো নিশ্চিত হলে সভার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
তিনি বলেন, এ সভায় কমিশনের একটা ওয়েবসাইট করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া চিকিৎসকদের সব বিশেষায়িত গ্রুপ, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
গত ১৭ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়।