চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
==============================
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের শিরাবরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অদ্য ০৫/১২/২০২৪ ইং তারিখ কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ও নার্সিং কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে নার্সিং গ্যালারীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন ও উপ-পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ। ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ। সভায় বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা। আপনারা যারা আজ এখানে শপথ বাক্য পাঠ করেছেন প্রত্যেকেই জেনে শুনে এই মহৎ পেশায় এসেছেন। এই শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিপালন করতে হবে এবং এই পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে। সভায় বক্তারা আরো বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজ ইতোমধ্যে চট্টগ্রামে বেসরকারী পর্যায়ে সেরা নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের মর্যাদা লাভ করেছে। আমরা চাই আমাদের ইনষ্টিটিউট ও কলেজের এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকুক। এ ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। অনুষ্ঠান পরিচালনা করেন নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের লেকচারার জান্নাতুল মাওয়া নিমিল ও জান্নাতুল মাওয়া।